আর জি কর মামলা নিয়ে এবার অঙ্গনওয়ারি কর্মীদের বিক্ষোভ

জলপাইগুড়ি:- নিজস্ব দাবী দাওয়া সহ আর জি কর কাণ্ডের বিচার চেয়ে আই সি ডি এস কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির বিক্ষোভ জলপাইগুড়িতে। বুধবার নিজেদের কয়েকদফা দাবী সহ আর জি কর কাণ্ডের বিচার চেয়ে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় জেলা শাসকের কার্যালয় চত্বরে। জেলার বিভিন্ন ব্লক থেকে কয়েকশো মহিলা কর্মীরা এই বিক্ষোভে সামিল হয়ে নিজেদের দাবির সঙ্গে আর জি কর হাসপাতালের ঘটনার বিচার দাবি করেন।

আন্দোলন প্রসঙ্গে সংগঠণের নেত্রী ওসিতা প্রধান বলেন, আমরাও মহিলা, আর জি কর হাসপাতালে একজন মহিলা চিকিৎসককে এই ভাবে ধর্ষণ ও খুনের সঙ্গে যারা মূল অভিযুক্ত তাদের চরম শাস্তি দাবি জানানোর পাশাপাশি, আমাদের কর্মক্ষেত্রে দীর্ঘ্য সময় ধরে আমরা যে সমস্যা ভোগ করছি তার থেকেও দ্রুত মুক্তির দাবি করছি।

তিনি আরো বলেন আমাদের অ্যানরোয়েড মোবাইল ফোনে সমস্ত কাজ করতে হচ্ছে, অথচ কেন্দ্রীয় সরকার দুবার মোবাইল ফোনের জন্য অর্থ বরাদ্দ করলেও আজ পর্যন্ত রাজ্যে সরকারের পক্ষ থেকে আমাদের সেই অর্থ বা মোবাইল ফোন দেওয়া হয়নি।