গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করল ভক্তিনগর থানার এন্টি ক্রাইম উইং। সোমবার রাত ১১টা নাগাদ ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে শিলিগুড়ির পিসি মিত্তাল বাস টার্মিনাস থেকে রায়গঞ্জে পাচার হচ্ছে নিষিদ্ধ কাফ সিরাপ।
এই খবর পাওয়া মাত্রই টিম সাজায় ভক্তিনগর থানার পুলিশ। অভিযানে মিলে গেল সাফল্য। রায়গঞ্জের বাসিন্দা উত্তম সরকারকে প্রচুর কাফ সিরাপ সহ গ্রেপ্তার করল ভক্তিনগর থানার এন্টি ক্রাইম উইং। জানা গিয়েছে একটি সবজির ব্যাগে করে ওই কাফ সিরাপ ধৃত উত্তম সরকার রায়গঞ্জে নিয়ে যাচ্ছিল।
পিসি মিত্তাল বাস টার্মিনাস থেকে রায়গঞ্জে যাবার বাসের অপেক্ষা করছিল সে। ভক্তিনগর থানার আইসি অমিত অধিকারীর উপস্থিতিতে উত্তম সরকারকে গ্রেফতার করে ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং। ধৃতকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।