উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পালন করা হল অ্যান্টি র‍্যাগিং অবজারভেশন সপ্তাহ

ইউজিসি এর নির্দেশ অনুযায়ী উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পালন করা হলো অ্যান্টি র‍্যাগিং অবজারভেশন সপ্তাহ।বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ‘ল’ মোড় থেকে প্রশনাসনিক ভবনের সামনে রাজা রামমোহন রায় এর মূর্তির পাদদেশ পর্যন্ত একটি বিশাল মিছিলের আয়োজন করা হয়। এর পাশাপাশি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভানু মঞ্চে ছাত্রীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের নিয়ে র‍্যাগিং বিষয়ক একটি আলোচনা সভা করার পাশাপাশি র‍্যাগিং সংক্রান্ত দুটি সচেতনতামূলক তথ্যচিত্র একে দেখানো হয়।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর রথীন বন্দ্যোপাধ্যায়, রেজিস্টার নুপুর দাস এবং বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী থেকে শুরু করে রিসার্চ স্কলার সহ অন্যান্য আধিকারিকেরা।