সাত সকালে গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে বাইসন। কালচিনি ব্লকের গুদামডাবরী এলাকার ঘটনা। মঙ্গলবার ভোর ৫ টা নাগাদ বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে একটি বাইসন ঢুকে পড়ে গুদামডাবরি গ্ৰামে। বাইসনটি গুদামডাবরি গ্রামের এদিক ওদিক ছোটাছুটি শুরু করে, যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। ঘটনাস্থলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মী ও আধিকারিকরা পৌঁছায় এবং বনকর্মীরা বাইসনটিকে কাবু করার চেষ্টা চালায়। বর্তমানে বাইসনটি এক ঝোপঝাড়ে আশ্রয় নিয়েছে বলেই বন দপ্তর সূত্রের খবর।
Related Posts

পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন আয়োজিত কলা উৎসবে প্রথম স্থান অধিকার করলো আলিপুরদুয়ারের কঙ্কনা
রাজ্যে প্রথম মাদারিহাটের মেয়ে কঙ্কনা রায়। ব্লক থেকে জেলা। জেলা পেরিয়ে পৌঁছে গেল রাজধানী কলকাতায়। কলকাতায় গত ২৯ এবং ৩০শে…
Share this:

গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১২০.৬০ মিলিমিটার বৃষ্টি, নাজেহাল আলিপুরদুয়ারবাসী
গত দুদিনের টানা বৃষ্টিতে নাজেহাল আলিপুরদুয়ারবাসী।দুদিন ধরে টানা বৃষ্টি চলছে।গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১২০.৬০ মিলিমিটার,হাসিমারাতে ৭২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। টানা…
Share this:

একটি লেপার্ড আলিপুরদুয়ার জেলার দলগাঁও চা বাগানে খাঁচাবন্দি হল
আলিপুরদুয়ার জেলার দলগাঁও চা বাগানের দলমুনি ডিভিশনে খাঁচাবন্দি হলো একটি লেপার্ড। কিছুদিন আগে স্থানীয়দের নজরে পরে একটি লেপার্ড। তারপর এলাকাবাসীর…