পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন আয়োজিত কলা উৎসবে প্রথম স্থান অধিকার করলো আলিপুরদুয়ারের কঙ্কনা

রাজ্যে প্রথম মাদারিহাটের মেয়ে কঙ্কনা রায়। ব্লক থেকে জেলা। জেলা পেরিয়ে পৌঁছে গেল রাজধানী কলকাতায়।
কলকাতায় গত ২৯ এবং ৩০শে নভেম্বর অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন আয়োজিত কলা উৎসবে ক্লাসিক্যাল নৃত্য বিভাগে প্রথম স্থান অধিকার করে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের রাংগালিবাজনা পশ্চিম খয়েরবাড়ি গ্রামের কঙ্কনা রায়। সংশ্লিষ্ট বিভাগে সারা রাজ্যের মোট ২৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। সকলকে পেছনে ফেলে গ্রামের মেয়ে কঙ্কনা প্রথম স্থান অধিকার করে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নেবার সুযোগ পান।
কঙ্কনা বীরপাড়া হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর কলা বিভাগের ছাত্রী। মা শিখা রায় একজন শিক্ষিকা। বাবা চঞ্চল রায় একজন ব্যবসায়ী। ছোট থেকেই নাচ গানের প্রতি বিশেষ আগ্রহ ছিল কঙ্কনার।
কঙ্কনা রায় জানান, “রাজ্য স্তরের পর জাতীয় স্তরে ফের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার পর ফের নাচের তালিম শুরু করবো।”