ফাইলেরিয়া প্রতিরোধে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল বালুরঘাটে। শুক্রবার জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের নিজস্ব ভবনে আয়োজিত এই শিবিরে সাধারণ মানুষকে ফাইলেরিয়া রোগ সম্পর্কে সচেতন করা হয়।
উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদিকা কেয়া বালা, অফিস বেয়ারা নিখিলেশ কর্মকার সহ অন্যান্যরা। এই শিবিরে বিনামূল্যে ফাইলেরিয়ার ওষুধ বিতরণ করা হয়। সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান কর্মকর্তারা।
রোগের প্রাথমিক লক্ষণ ও প্রতিরোধমূলক ব্যবস্থাগুলি সম্পর্কে জানিয়ে এলাকাবাসীকে ওষুধ খাওয়ার জন্য উৎসাহিত করা হয়।