বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এখনও জেলমুক্তি হয়নি তাঁর।
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় জেলবন্দি পার্থ। এবার সিবিআইয়ের মামলাতেই তাঁর জামিন নিয়ে বড় রায় দিয়ে দিল আদালত। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২৪ সালের অক্টোবর মাসে প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করেছিল সিবিআই।
কেন্দ্রীয় এজেন্সির দেওয়া চার্জশিটে ছত্রে ছত্রে রয়েছে তাঁর নাম। পার্থকেই এই দুর্নীতি কাণ্ডের মূল ‘মাথা’ বলেছিল সিবিআই। এমতাবস্থায় পার্থ জামিন পেলে মামলার তদন্ত ব্যাহত হতে পারে। এই যুক্তিতে জামিনের আবেদনের বিরোধিতা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার সেই দাবিতে মান্যতা দিয়ে জামিনের আর্জি খারিজ করে দিলেন বিচারক।