বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই বর্তমানে রেশন দুর্নীতি মামলায় জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু।
এই আবহে এবার এই দুর্নীতি মামলায় তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা যাচ্ছে, সেই চার্জশিটে হাসপাতালে ভর্তি থাকাকালীন জ্যোতিপ্রিয়র লেখা ‘সেই’ চিঠির উল্লেখ রয়েছে। জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ দেগঙ্গার দুই ব্যবসায়ী আলিফ এবং আনিসুরের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে ইডি।
সেই চার্জশিটেই অফিশিয়ালি বালুর লেখা চিঠির উল্লেখ রয়েছে। বহুল চর্চিত এই চিঠিতে বেশ কয়েকজনের থেকে টাকা নেওয়ার কথা লিখেছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। এই চিঠির সূত্র ধরে উঠে এসেছিল অনেকের নাম। পরবর্তীতে গ্রেফতার হন আলিফ এবং আনিসুর।