তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অন্যতম।
এই সমস্ত প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন রাজ্যের বহু ছেলেমেয়েরা। তবে এবার রাজ্যের ওবিসি সম্প্রদায়ভুক্ত পড়ুয়া কিংবা পিছিয়ে পড়া শ্রেণীর পড়ুয়াদের জন্য আরও একটি নতুন প্রকল্প আনতে চলেছে রাজ্য সরকার। যার নাম ‘মেধাশ্রী প্রকল্প’।
পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের অন্তর্গত এই প্রকল্পের মধ্যে দিয়ে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পড়াশোনার খরচ জোগাতেই মাসে মাসে মোটা অংকের টাকা দেওয়া হবে। জানা যাচ্ছে মেধাশ্রী প্রকল্পে প্রত্যেক মাসে ৮০০ টাকা করে দেওয়া পড়ুয়াদের। বছরে মোট ৯৬০০ টাকা করে পাবেন।