আবারো এক নিরিহ জীবের প্রাণ বাঁচালো পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী। জলপাইগুড়ি আসাম মোর এলাকা । এলাকাবাসীরা কয়েকদিন থেকেই লক্ষ্য করছে একটি (bandit create) কালাজ প্রজাতির সাপটি কুয়োর মধ্যে পড়ে রয়েছে কয়েকদিন ধরে। না খেতে পেরে মরে যাবে সাপটি তা কখনো হতে দেননি এলাকাবাসীরা । কিন্তু কুয়ো থেকে কিছুতেই উঠতে পারছে না। বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করলেও কোন সদুত্তর মিলেনি এমনটাই অভিযোগ। অবশেষে পরিবেশপ্রেমী বিশ্বজিৎ বাবুকে খবর দিলে তিনি তড়িঘড়ি এসে সাপটিকে কুয়ো থেকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেন আর তাতেই বাহবা দিয়েছেন এলাকাবাসীরা।
Related Posts

বনদপ্তরের পাতা খাঁচায় আটক চিতাবাঘ
জলপাইগুড়ি:- ফের বনদপ্তরের পাতা খাঁচায় আটক একটি চিতাবাঘ। শুক্রবার সকালে নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চাবাগানে বনদপ্তরের পাতা খাঁচায় আটকে পড়া চিতাবাঘটিকে…
Share this:

গ্রামবাসীদের সহযোগিতায় গরু পাচার রুখল বিএসএফ
জলপাইগুড়ি সদর ব্লকের বেরুবাড়ী এলাকার ভারত বাংলাদেশ সীমান্ত চৌকি চানৈক্যতে একটি টাটা ম্যাজিক গাড়ি এবং ০৩টি গরু বাজেয়াপ্ত। ২২শে জানুয়ারী…
Share this:

ফ্রান্সে পাড়ি দিতে চলেছে জলপাইগুড়ির ফার্মাস ক্লাবের উৎপাদিত আদা
ফ্রান্সে পাড়ি দিতে চলেছে জলপাইগুড়ি সদর ব্লকের সন্ন্যাসী পাড়া ফার্মাস ক্লাবের উৎপাদিত আদা। উল্লেখ্য সন্ন্যাসীপাড়া ফার্মাস ক্লাবের চাষী পরিতোষ মন্ডল…