ফ্রান্সে পাড়ি দিতে চলেছে জলপাইগুড়ির ফার্মাস ক্লাবের উৎপাদিত আদা  

ফ্রান্সে পাড়ি দিতে চলেছে জলপাইগুড়ি সদর ব্লকের সন্ন্যাসী পাড়া ফার্মাস ক্লাবের উৎপাদিত আদা। উল্লেখ্য সন্ন্যাসীপাড়া ফার্মাস ক্লাবের চাষী পরিতোষ মন্ডল তার অল্প জমিতে মিশ্র চাষে সফল। একই মাটিতে তিন থেকে চার ধরনের ফসল চাষ করেছেন তিনি। যেমন নিচে আদা, উপরে ঝিঙ্গা  এবং পুঁইশাক চাষ করেছেন।এই মাল্টিপ্লান চাষে তিনি যথেষ্টই সাফল্য অর্জন করেছেন। এবং তার জমির উৎপাদিত আদা পাড়ি দেবে ফ্রান্সে। পরিতোষ বাবু বলেন সঠিক পরিচর্যার ফলে একই জমিতে আদা পুঁইশাক, হলুদ এবং ঝিঙ্গা, লাউ চাষ করে তিনি যথেষ্টই সাফল্য অর্জন করেছেন। তিনি আরো বলেন তার জমির উৎপাদিত আদা এবার ফ্রান্সের বাজারে যথেষ্ট গুরুত্ব অর্জন করবে বলে আশাবাদী চাষি।