মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিজেপির বিক্ষোভ

জলপাইগুড়ি:- দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ, জেলা সাস্থ্য দপ্তরে বিক্ষোভ বিজেপির।পুলিশ আমদের শত্রু নয়, পুলিশকে সামনে রেখে রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল সরকার, আর জি কর কাণ্ডের প্রতিবাদ কর্মসূচিতে দাবী বিজেপির।অন্যান্য জেলার সঙ্গে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা বিজেপির পক্ষ থেকেও আর জি কর কাণ্ডের বিচার দাবি করে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করে।

জলপাইগুড়ি জেলা কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল করে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে পৌঁছান জেলা সভাপতি বাপি গোস্বামী সহ মহিলা মোর্চা, যুব মোর্চার জেলা নেতৃত্ব সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।বিক্ষোভ কর্মসূচি শেষে ঘটনাস্থলে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন,জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, ঠিক তেমনই দুর্নীতি, কাট মানি ছাড়া তৃণমূল বাঁচতে পারে না।

এছাড়াও এদিন বিজেপি সভাপতি প্রকাশ্যে জানিয়ে দেন, যে রাজ্যের মূখ্যমন্ত্রী এক জন মহিলা হবার পরেও প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে মা, বোনেরা লাঞ্ছিত হচ্ছেন, এমন কি আর জি কর হাসপাতালের ঘটনা নিয়ে ও মুখ্যমন্ত্রী প্রথমে আত্মহত্যা বলে চালিয়ে দিলেন, পরে অনেক নাটক করলেন।তাই আমাদের দাবি এক, দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ।