ডেঙ্গু রোধ করতে পুরনিগম অনেক আগে থেকেই আদা জল খেয়ে নেমেছে।সেই মতো শনিবার থেকে বোরো গুলোকে আবাসিকদের সচেতন করতে পথে নামতে দেখা যায়।ইন্ডোর স্টেডিয়ামে অস্থায়ী ৩ নম্বর বোরো অফিসের তত্ত্বাবধানে ওর্য়াডের বিভিন্ন আবাসিকদের সঙ্গে আলোচনায় মিলিত হন স্যানেটারি ইনস্পেক্টর কৌশিক মোদক, ডাঃ সঞ্জিব মজুমদার সহ অন্যান্য বোরো আধিকারিকেরা।
বোরো চেয়ারম্যান মিলি সিনহা চিকিৎসা সংক্রান্ত কারনে শহরের বাইরে থাকায় ডাঃ সঞ্জিব মজুমদার সমস্ত আলোচনার দায়িত্ব নেন।ডাঃ মজুমদার আবাসিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে ডেঙ্গু রোগের ছোট ছোট বিষয় গুলো তুলে ধরেন।আবাসিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ছাদের ওপর কোনো ভাবে জল জমতে না দেওয়া।
কুয়া থাকলে তা মশারির নেট দিয়ে ঢেকে রাখা,এসব দিক গুলো দৃষ্টি গোচর করতে হবে।এছাড়াও ডেঙ্গু রোগের প্রতিকার সমন্ধে তিনি জানান পুরনিগমের স্বাস্থ্য ভবন গুলোতে পরীক্ষা বিনা পয়সায় হয়।জ্বর হলে পেরাসিটামল ছাড়া অন্য কোন ঔষুধ খাবেন না।