হস্টেলে বন্ধ খাবার, বিক্ষোভে অচল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

হস্টেলে খাবার বন্ধের প্রতিবাদে সরব হলেন আবাসিকরা। বুধবার সকালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন হস্টেলের আবাসিকরা। যেহেতু নিরাপত্তা বিভাগে সমস্ত চাবি থাকে, তাই এদিনের বিক্ষোভের জেরে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম অচল হয়ে পড়ে।

উপাচার্য, রেজিস্ট্রার, ফিন্যান্স অফিসারহীন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ায় আর্থিক অচলাবস্থা তৈরি হয়েছে। তহবিলে টাকা থাকলেও তা খরচ করার অনুমোদন দেওয়া যাচ্ছে না। আর্থিক লেনদেন স্তব্ধ হয়ে যাওয়ায় বুধবার সকাল থেকে ক্যাম্পাসের রামকৃষ্ণ হস্টেলে খাবার বন্ধ করে দেওয়ার বিজ্ঞপ্তি দিলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পর্যায়ক্রমে অন্য হস্টেলগুলোতেও খাবার বন্ধ হয়ে যাবে বলেই জানিয়েছেন বিভিন্ন হস্টেলের সুপারিন্টেন্ডেন্টরা। মঙ্গলবার রাতে ওই বিজ্ঞপ্তি জারি হতেই হইচই শুরু হয়েছে ক্যাম্পাসে।