প্রাক্তন দুই মন্ত্রীর মিলতে পারে কি জামিন

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রাজ্যের প্রাক্তন দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং জ্যোতপ্রিয় মল্লিকের বর্তমান ঠিকানা হল জেল।

তবে এবার পার্থ, বালুর কপাল খুলতে পারে! আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের এক মামলায় প্রেম প্রকাশ নামের এক ব্যক্তির জামিনের আবেদন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি কেভি বিশ্বনাথন এবং বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চের পর্যবেক্ষণ, ‘জামিনটাই দস্তুর, জেল হওয়াটা ব্যতিক্রম’।

শীর্ষ আদালত মন্তব্য করেছে, ‘মণীশ সিসোদিয়া মামলায় যে রায় দেওয়া হয়েছে, সেটার ভিত্তিতে আমরা বলেছি যে আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের ক্ষেত্রেই জামিনই দস্তুর, জেল হওয়া ব্যতিক্রম। ৪৫ নং ধারায় জামিনের শর্তের কথা উল্লিখিত রয়েছে। ব্যক্তির স্বাধীনতাই দস্তুর। সেখান থেকে চ্যুতির বিষয় ব্যতিক্রম। যা আইন দ্বারা সিদ্ধ নয়’। এই পর্যবেক্ষণের ফলে তাঁদের কতখানি লাভ হবে বা আদৌ হবে কিনা সেটা সময়ই বলবে।