ধর্ষণ রুখতে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে তা হলো তরুণী চিকিৎসকের সঙ্গে যে ঘৃণ্য অপরাধ হয়েছে তার শাস্তি চাইছেন প্রত্যেকে। এই আবহে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মোদীকে চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, এদেশে ধর্ষণের সংখ্যা ক্রমেই বাড়ছে। বহুক্ষেত্রে ধর্ষণের সঙ্গে খুনের ঘটনাও ঘটছে। যে পরিসংখ্যান সামনে আসছে, তাতে গোটা দেশে একদিনে প্রায় ৯০টি ধর্ষণের ঘটনা ঘটে। এদেশের মহিলাদের নিরাপদ এবং সুরক্ষিত রাখতে এই ধরণের ঘটনা বন্ধ হওয়া দরকার।

মমতা লিখেছেন, এই ধরণের ঘটনা কঠোর হাতে দমন করতে হবে। ফাস্ট ট্র্যাক স্পেশ্যাল কোর্টে এই মামলাগুলির দ্রুত নিষ্পত্তি হওয়া দরকার। যাতে তাড়াতাড়ি বিচার পাওয়া যায়, সেই কারণে ১৫ দিনের মধ্যে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার কথা বলেন মুখ্যমন্ত্রী।