মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে জমে গিয়েছে উইমেন’স প্রিমিয়র লিগের নিলাম।যেখানে ২৪৬ জন ভারতীয়, ১৬৩ জন বিদেশি, যাদের মধ্যে ৮ জন অ্যাসোসিয়েট দেশে বেছে উঠেছেন নিলামে।নিলামের প্রথমদিকে নজর কাড়লেন ভারতীয় ক্রিকেটার রিচা ঘোষ।
২০২০ সালের দেশের জার্সিতে টি-২০ খেলে ছিলেন ১৯ বছরের শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ।এখনও পর্যন্ত রিচা ৩১টি টি-২০ ম্যাচ খেলেছেন এবং তাঁর স্ট্রাইক রেট হল ১৩৫.৫০। দ্বিতীয় কম বয়সী ক্রিকেটার হিসেবে দেশের কুড়ি ওভারের ফরম্যাটেও খেলেছেন তিনি।
দিল্লির সঙ্গে সঙ্গে বেঙ্গালুরুরও রিচাকে নিয়ে নিলাম টেবলে যুদ্ধ বেঁধেছিল । দেশের উইকেটকিপার-ব্যাটার ও বঙ্গতনয়া রিচা ঘোষকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১ কোটি ৯০ লক্ষ টাকায় দলে নিয়েছে শেষপর্যন্ত রাজি হন রিচা। মিডল অর্ডারে দারুন ব্যাটিংয়ের সাথেসাথে রিচার উইকেটকিপিং দক্ষতাও দেখার মত।