দার্জিলিং লোকসভা আসনে প্রার্থী কে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোউতর

সামনেই লোকসভা নির্বাচন। আর ইতিমধ্যে দার্জিলিং লোকসভা আসনে প্রার্থী কে হবে? তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোউতর। এবার পাহাড়ের ভূমিপুত্র মহেন্দ্র পি লামাকে প্রার্থী করার দাবি উঠলো।

শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে মহেন্দ্র পি লামা কে দার্জিলিং লোকসভা আসন থেকে প্রার্থী করার দাবী জানালো মাটো কো আওয়াজ নামক এক সংগঠন। তাদের দাবি, এর আগে বিজেপি থেকে দুবার সংসদ নির্বাচিত করে লোকসভায় পাঠিয়েছে পাহারাবাসী। কিন্তু তাতে পাহাড়ের দীর্ঘদিনের পৃথক রাজ্যের দাবি পূরণ হয়নি।

 এবার পাহাড়ের ভূমিপুত্র কে যদি প্রার্থী করে লোকসভায় পাঠানো হয় তাহলে সেই দাবী পূরণ হবে। আর সেই কারণেই মহেন্দ্র পি লামাকে প্রার্থী করা হোক। যেকোনো সর্বভারতীয় রাজনৈতিক দল মহেন্দ্র পি লামাকে প্রার্থী করলে তাদের সংগঠনের তরফে সেই রাজনৈতিক দলকে সমর্থন জানানো হবে। যদি কোন রাজনৈতিক দল মহেন্দ্র পি লামাকে প্রার্থী না করে তাহলে আগামীতে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন তারা।