গোয়ালপোখর এক নং ব্লকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতের কুড়েলা গ্রামে কৃষিতে ড্রোনের সাহায্যে কীটনাশক স্প্রের ডেমনস্ট্রেশন অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা ইসলামপুর মহকুমা শাসক আব্দুল শাহেদ এবং পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী গোলাম রব্বানী এবং মহাকুমা কৃষি আধিকারিক শ্রীকান্ত সিনহা প্রমুখ।
কৃষি দপ্তরের আধিকারিক শ্রীকান্ত বাবু জানান এটি কেন্দ্রীয় সরকারের অধীনে একটি বিশেষ স্কিম।এই স্কিম আমাদের রাজ্যে কাজ শুরু করেছে। মোট ১০ লক্ষ্য টাকা মূল্যের ড্রোনটিকে সরকার ৮ লক্ষ্য টাকা ভর্তুকি দিয়ে কৃষকদের দেবে। এই ড্রোনের সাহায্যে চাষীদের লক্ষ্য লক্ষ্য টাকা সাশ্রয় হবে। খুবই কম সময়ে বিঘের পর বিঘে জমিতে স্প্রে করা সম্ভব হবে। আমাদের জেলায় ভুট্টা গম আলু সহ বিভিন্ন চাষে ড্রোন ব্যবহার করলে খরচ অনেক কমে যাবে।
গোলাম রব্বানী বলেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে চাষীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। ড্রোনটির দাম অনেক বেশি মনে হলেও চাষিরা কোঅপারেটিভ তৈরি করে তা কিনতে পারে।আমাদের পক্ষ থেকে যতটুকু সহায়তা করা সম্ভব আমরা অবশ্যই করবো। মহকুমা শাসক বলেন ইসলামপুর মহকুমায় যে পরিমাণ আলু উৎপাদিত হচ্ছে সেই আলুর কোলেস্টরে মজুদ করার সময় যাতে কোন বিঘ্ন না ঘটে তা খতিয়ে দেখা হচ্ছে।জেলাশাসক বলেন আমরা জেলা প্রশাসন সব ভাবে কৃষকদের পাশে আছি।