অভিযোগ দায়ের করা সত্ত্বেও সুরাহা হয়নি বিগত তিন বছর ধরে

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম আবাস প্রকল্পে। এই প্রকল্পে তদারকি করার লক্ষ্যে ২০১৭ সালে আবাস বন্ধু নিযুক্ত করেছিল বিভিন্ন পঞ্চায়েত।

পঞ্চায়েত দফতরের নির্দেশেই ‘আবাস বন্ধু’দের নিয়োগ করা হয়েছিল। আবাস বন্ধুদের ঘর পিছু ৪০০ টাকা করে মজুরি দেওয়ার কথা। অভিযোগ, প্রায় তিন বছর ধরে উৎসাহ ভাতা দেওয়া হচ্ছে না তাদের। যার জেরে আবাস প্রকল্পে ‘আবাস বন্ধু’দের তদারকির কাজ বন্ধ হয়ে রয়েছে। সমস্যা বাড়ছে উপভোক্তাদেরও।

‘আবাস বন্ধু’দের অভিযোগ, এই ভাতার বিষয়ে তারা প্রশাসনের বিভিন্ন দফতরে অভিযোগ জানিয়েছে। এই নিয়ে গত ৮ এপ্রিল সল্টলেকে পঞ্চায়েত দফতরে স্মারকলিপি জমা দেয় আবাস বন্ধু সংগঠনের প্রতিনিধি দল। নিজেদের দাবিতে বিক্ষোভও দেখান তারা। কিন্তু কোনো কিছুতেই সুরাহা হয়নি।