বারংবার মামলা পেছানোর কারণে এবার রাজনৈতিক হস্তক্ষেপের দাবি জানাল যৌথ মঞ্চ

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ভাতা বেড়েই চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের।

সেখানে দীর্ঘ প্রায় দেড় বছর ধরে কেন্দ্রীয় হারে ডিএ ইস্যুতে আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। হাইকোর্টে জয় মিললেও বর্তমানে মামলা ঝুলছে সুপ্রিম কোর্টে। তবে সর্বোচ্চ আদালতে বারবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শুনানি। এবার রাজ্য সরকারের ওপর চাপ বাড়াতে আরও কড়া পদক্ষেপ নিয়েছে সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ।

পশ্চিমবঙ্গ বিধানসভার বর্ষাকালীন অধিবেশনে ডিএ ইস্যু নিয়ে সরব হওয়ার আবেদন জানিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চিঠি লিখল সংগ্রামী যৌথ মঞ্চ। এবার সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপের দাবি জানাল যৌথ মঞ্চ।