শিলিগুড়ি ৪৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত চম্পাসাড়ি মোড় রাস্তার উপরে থাকা প্রায় ১২০টি দোকান ভেঙে গুঁড়িয়ে দিল শিলিগুড়ি পুর নিগম। মূলত বেশ কয়েক মাস আগে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে এই দোকানগুলো ভাঙ্গার নোটিশ দেওয়া হয়। সেই সময় সামনে পুজো থাকার কারণে ব্যবসায়ীদের অনুরোধে ভাঙ্গা বন্ধ করে শিলিগুড়ি পুর নিগম।
জানা যায়কিন্তু বেশ মাস কেটে গেলেও দোকান সরিয়ে নেওয়ার কোনরকম পদক্ষেপ ব্যবসায়ীদের পক্ষ থেকে না নেওয়ায় পুর নিগমের পক্ষ থেকে আবারও ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয় সেখান থেকে দোকান উঠিয়ে নেওয়ার জন্য। তারপরও দোকান না সরানোর কারণেই সোমবার অভিযানে নামে শিলিগুড়ি পুর নিগমের কর্মীরা। অন্যদিকে ব্যবসায়ীদের অভিযোগ কর্ম হারা হয়ে পড়ে প্রায় একশো কুড়িটি পরিবার। কি করে তারা সংসার চালাবে সেই বিষয়টি ভেবেই তারা মাথায় হাত পরেচ্ছে
অন্যদিকে পুর নিগমের মেয়র পরিষদ দিলীপ বর্মন জানান বহুদিন আগে এদের নোটিশ করা হয়েছিল কিন্তু সেই সময় পুর নিগমের আধিকারিকদের সাথে কথা বলে কোন ভাবে তাদের উচ্ছেদ বন্ধ করা হয়েছিল কিন্তু রাস্তা সম্প্রসারণ করতে হলে এদেরকে সরতেই হবে। সে কারণে পুর নিগমের পক্ষ থেকে আবারও নোটিশ করে এই দোকানগুলি ভেঙ্গে দেওয়া হয়েছে। আমার কাছে খবর ছিল না আমি মেয়রের সাথে কথা বলেছি এখানে যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করতেন তাদেরকে যাতে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়।