আত্মরক্ষার তাগিদে প্রতিটি মেয়ের উচিত ক্যারাটে শেখা

আরজিকর কাণ্ডের থেকে শিক্ষা নিয়ে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রতিটি মেয়ের উচিত নিজেকে আত্মরক্ষার তাগিদে এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়ে ক্যারাটে শেখা। বর্তমান সময়ে নিজের আত্মরক্ষার জন্য এই ক্যারাটে প্রশিক্ষণ নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে প্রতিটি মেয়ের কাছে । বিগত দিনে আমরা দেখেছি আরজিকরের ঘটনায় এক ডাক্তার পড়ুয়ার মর্মান্তিক পরিনতি সেই আরজিকরের ঘটনার পর রাজ্যের পাশাপাশি সারাদেশ জুড়ে চলছে প্রতিবাদ ।

দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ তথা হরিরামপুর ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে এদিন বংশীহারী বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো একটি ক্যারাটে প্রশিক্ষণ শিবির। ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার ট্রাফিক পুলিশের ডিএসপি বিল্য মঙ্গল সাহা হরিরামপুর ট্রাফিক ইউনিটের ওসি জয়ৎপল বিশ্বাস , বরুণ সরকার এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও শিক্ষিকা মন্ডলী সহ বিদ্যালয় পাঠরত সমস্ত ছাত্রীরা । বিদ্যালয়ের অনুষ্ঠান মঞ্চে চারজন ক্যারাটে প্রশিক্ষকের মাধ্যমে মেয়েদেরকে পথচলতি সময় কিছু বিপদের সম্মুখীন হতে হয় । সেসব সমস্যা থেকে নিজেকে কিভাবে উদ্ধার করবার লক্ষ্যে ক্যারাটে প্রশিক্ষকরা প্রশিক্ষণ দেন । স্বাভাবিকভাবেই প্রথাগত পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ে পাঠরত ছাত্রীদের ক্যারাটে প্রশিক্ষণ যথেষ্টই তাৎপর্য বলে মনে করছেন সকলেই ।