২৩শে জানুয়ারি নেতাজীর জন্মদিবস উপলক্ষ্যে ইস্টবেঙ্গল দলের প্রাক্তন খেলোয়াড়েরা প্রীতি ম্যাচে অংশ নেবেন

আগামী ২৩শে জানুয়ারি নেতাজীর জন্মদিবস উপলক্ষ্যে নেতাজী ফ্রিডম কাপ নিয়ে শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করলেন বাইচুং ভুটিয়া, অনিমেষ বোন এবং সোবা সুব্বা সহ অন্যান্যরা। শিলিগুড়িতে আসতে চলেছে ইস্টবেঙ্গল দলের প্রাক্তন নামীদামী খেলোয়াড়েরা।

শিলিগুড়ির মেয়র একাদশের সঙ্গে তারা একটি প্রীতি ম্যাচে অংশ নেবেন। তুই শিলিগুড়ির ছেলেদের ফুটবলমোখি করতেই তাদের এই উদ্যোগ। বাইচুং ভুটিয়া, আলভিটো ডি কুনহো, মনজিত সিংয়ের মতো খেলোয়াড়েরা এই ম্যাচে অংশগ্রহণ করবেন। শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডের আয়োজনে এই ম্যাচ হবে।

আগামী ২৩ জানুয়ারি এই খেলার আয়োজন করা হয়েছে। শুক্রবার একটি সাংবাদিক সম্নেলনে এমনটাই জানালেন ভারতীয় ফুটবলের আইকন বাইচুং ভুটিয়া। এদিন বাইচং জানান, শহর শিলিগুড়িতে মাদকাসক্তদের সংখ্যা বেড়ে চলেছে। তাই নেশায় নয় ফুটবলে ফেরার আবেদন জানান বাইচুং।