উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ এক নং গ্রাম পঞ্চায়েত এলাকায় ২ কোটি ৭২ লক্ষ্য টাকা ব্যয়ে রাস্তার কাজের শিলান্যাস করা হলো। আজ থেকে এই কাজের শুভারম্ভ হয়। রামগঞ্জ অঞ্চল সংলগ্ন এলাকায় ছয়টি রাস্তা নির্মিত হবে বলে জানা গেছে।
এদিন আনুষ্ঠানিক ভাবে এই কাজের শিলান্যাস করা হয়।উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগারওয়াল, গ্রাম পঞ্চায়েতের প্রধান জাকির হোসেন, বিশিষ্ট সমাজসেবী কৌশিক গুণ, রামগঞ্জ ১নং অঞ্চলের প্রধান ঝরনা রায়, ইয়াসিন আলী, দলনেতা সিদ্দিক আলম, স্থানীয় মেম্বারের প্রতিনিধি বলরাম নাগ,কুরবান আলী, ইরদিস আলম সহ বিশিষ্ট জনের উপস্থিত ছিলেন।
ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল বলেন পথশ্রী প্রকল্পের থার্ড ফেজ এর কাজ চলছে একসাথে ছটি রাস্তার কাজের শুভ আরম্ভ হয়েছে। তিনি বলেন কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে রাজ্যের প্রতি।