চলতি মাসেই আসন্ন উৎসব হল রাখি বন্ধনে উৎসব, এর ঠিক আগেই এবার বড় পদক্ষেপ গ্রহণ করল সরকার। জানা গিয়েছে, মধ্যপ্রদেশ সরকার রাজ্যের “লাডলি বেহেন” তথা “প্রিয় বোন”-দের জন্য বিরাট উপহারের ঘোষণা করেছে। এবার এই প্রকল্পের মহিলা সুবিধাভোগীরা ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার পাবেন।
প্রসঙ্গত, বর্তমানে মধ্যপ্রদেশের গ্যাস সিলিন্ডারের দাম ৮৪৭ টাকা। এমতাবস্থায়, “লাডলি বেহেন” প্রকল্পের মহিলা সুবিধাভোগীরা অর্ধেক দামে গ্যাস সিলিন্ডার পাবেন। সিলিন্ডার প্রতি ৩৯৯ টাকা খরচ রাজ্য সরকার বহন করবে। মুখ্যমন্ত্রী মোহন যাদবের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তের অনুমোদন করা হয়।
এই যোজনার অধীনে, ওই রাজ্যের লক্ষাধিক মহিলাকে সরকারের তরফে প্রতি মাসে তাঁদের অ্যাকাউন্টে ১,২৫০ টাকা প্রদান করা হয়। এবার, রাখি বন্ধনের কারণে সরকার অতিরিক্ত ২৫০ টাকা দেবে। উল্লেখ্য যে, “লাডলি বেহেন” যোজনা শুরু করেছিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।