রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার রেলের সফরের সময়েই চলন্ত ট্রেন থেকে ATM মারফত টাকা তুলতে পারবেন যাত্রীরা। ইতিমধ্যেই ভারতীয় রেল দেশের মধ্যে প্রথম মুম্বাই-মনমাড পঞ্চবটী এক্সপ্রেসে ATM পরিষেবা শুরু করে নজির গড়েছে।
যার মাধ্যমে চলন্ত ট্রেনেই ATM থেকে টাকা তুলতে পারবেন যাত্রীরা। AC কোচে থাকা এই ATM এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ট্রেন পূর্ণ গতিতে চলার সময়ও সেটি সঠিকভাবে কাজ করতে পারে। এছাড়াও, চোরদের হাত থেকে রক্ষা করার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
ইতিমধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই প্রসঙ্গে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যেখানে পুরো বিষয়টি উপস্থাপিত হয়েছে। মুম্বাই-মনমাড পঞ্চবটী এক্সপ্রেসে স্থিত ATM পরিষেবা যদি ভালো সাড়া পায়, তাহলে অন্যান্য দূরপাল্লার ট্রেনেও ATM স্থাপন করা হবে।