সুখবর, ছুটির ঘোষণা সরকারের তরফে

মাস পড়তেই খুশির খবর, ছুটির ঘোষণা রাজ্যে। ছুটি বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের। লোকসভা ভোটের পালা মিটেছে। এবার উপ-নির্বাচন। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১০ জুলাই বুধবার রাজ্যের চারটি বিধাসনভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

যাতে সকল নাগরিক ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য এনআই অ্যাক্ট অনুযায়ী ছুটি ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। উল্লেখ্য, মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা এই চারটি কেন্দ্রে ১০ জুলাই উপনির্বাচন হতে চলেছে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন।

বলা হয়েছে, আগামী ১০ তারিখ ওই চারটি কেন্দ্রের অধীনে সমস্ত সরকারি অফিস, সরকারি- সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, দফতর এবং সংস্থায় ছুটি থাকবে। যদি এই সকল কেন্দ্রের কোনও ভোটার বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থায় কাজ করেন তারা পেড লিভ নিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।