দক্ষিণে ভারী ঝড়বৃষ্টির পূর্বাভাস

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে নিম্নচাপের জেরে সকাল থেকে ভিজছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা।

জানা গিয়েছিল, মধ্য মায়ানমারে একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হতে শুরু করেছে। বর্তমানে সেটি নিম্নচাপের আকার নিয়ে দক্ষিণ পূর্ব বাংলাদেশে এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে। সেই সঙ্গেই অতি সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী অক্ষরেখা! এই দুইয়ের জোড়া ফলায় বাংলার জেলায় জেলায় বর্ষণ হচ্ছে।

আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে। অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে কয়েকটি জেলায়। দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের নাম রয়েছে সেই তালিকায়।