HMSI বনগাঁওতে একটি সড়ক নিরাপত্তা সচেতনতা প্রচারের আয়োজন করেছে

হোন্ডা মোটরসাইকেল ও স্কুটার ইন্ডিয়া / HMSI-এর পরিচালনায় সম্প্রতি অসমের বোঙ্গাইগাঁও-এ অনুষ্ঠিত হয়ে গেল তিনদিনের ন্যাশনাল রোড সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম। পিকেএম ইংলিশ মিডিয়াম স্কুল, বোঙ্গাইগাঁও পলিটেকনিক এবং বিরঝোরা কন্যা মহাবিদ্যালয়ে ২৬ থেকে ২৮ এপ্রিল অনুষ্ঠিত সচেতনতা শিবিরেরে প্রায় ৩,০০০-এরও বেশি স্কুল ও কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন সেক্টরের কর্মীরা যোগ দেন। 

 ন্যাশনাল রোড সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রামটিকে মজাদার করে  তুলতে কয়েকটি ভাগে ভাগ করে প্রশিক্ষণ দেওয়া হয়। এই ভাগ গুলি হল- ১) বিঞ্জান ভিত্তিক শেখার মডিউল। যার মধ্যমে HMSI-এর দক্ষ প্রশিক্ষকরা রাস্তায় ব্যবহৃত বিভিন্ন সাংকেতিক চিহ্ন ও  নিরাপদে গাড়ি চালানোর নিয়মাবলী সম্পর্কে সচেতন করেন।

২)  ইন্টারেক্টিভ সেশনের মাধ্যমে ৫ থেকে ১০ বছর বয়সীদের সঙ্গে স্কুল বাসে ট্রাভেল ও সাইকেল চালানোর সময় নিরাপত্তার বিষয় গুলি নিয়ে আলোচনা করা হয়। ৩)  টু-হুইলারে সেফটি গিয়ার সম্পর্কে CRF50 মোটরসাইকেলে প্রশিক্ষণ দেওয়া হয় ১১ থেকে ১২ বছর বয়সীদের। ৪) যারা ইতিমধ্যেই টু হুইলার চালান তাঁদের হাতে কলমে প্রাকটিক্যাল ও থিওরেটিক্যাল ট্রেনিং দেন HMSI-এর প্রশিক্ষকরা।