আজ রাতে বন্ধ হয়ে যাচ্ছে হাওড়া ব্রিজ । হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার কাজ চলার জেরেই এই সিদ্ধান্ত। শনিবার রাত সাড়ে ১১টা থেকে বন্ধ হয়ে যাচ্ছে হাওড়া ব্রিজ অর্থাৎ রবীন্দ্র সেতু। রবিবার ভোর সাড়ে চারটে পর্যন্ত একটানা ৫ ঘণ্টা ধরে বন্ধ রাখা হবে হাওড়া ব্রিজ। এই ৫ ঘণ্টায় বিকল্প পথে গাড়ি চলাচল করবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার রাত থেকে হাওড়া ব্রিজে গাড়ি চলাচল বন্ধ রাখার কথা শুক্রবারই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছিল।
হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল চলতি বছরের এপ্রিল মাসেও। স্বাস্থ্য পরীক্ষা হলেও গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়নি।
তবে আজ রাত সাড়ে ১১ টা থেকে হাওড়া ব্রিজে গাড়ি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। ওই সময় থেকে হাওড়া ব্রিজ পার করে কলকাতার দিকে যেসব গাড়িগুলি যেতে চাইবে তাদেরকে দ্বিতীয় হুগলি সেতুর দিক দিয়ে ঘোরানো হবে। অর্থাৎ হাওড়া ব্রিজ দিয়ে কলকাতামুখী গাড়িগুলিকে বিদ্যাসাগর সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। সেই গাড়িগুলি ঋষি বঙ্কিম সেতু, বার্ন স্ট্যান্ডার্ড মোড়, ফোরশোর রোড, কাজীপাড়া রোড ধরে এগোবে।হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করবেন শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর কর্তৃপক্ষের ইঞ্জিনিয়াররা। টানা ৫ ঘন্টা ধরে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। হাওড়া ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার-হাজার গাড়ি যাতায়াত করে। সেই ব্রিটিশ আমলে তৈরি ব্রিজ আজও বাংলার গর্ব। এককথায় বহির্বিশ্বে কলকাতার পরিচিতির অন্যতম প্রধান ল্যান্ডমার্ক হল এই হাওড়া ব্রিজ।