বকেয়া টাকা না পেলে, বৃহত্তর আন্দোলনে নামবে চা শ্রমিকেরা

প্রায় চার মাস বন্ধ থাকার পর খুলে গেল তিরহানা চা বাগান।মালিকপক্ষ বকেয়া টাকা না মেটানোর জন্য ১০৮ দিন বন্ধ ছিল বাগডোগরার তিরহানা চা বাগান। শ্রমিক চা-মহল্লার শ্রমিকেরা বারবার সরব হয়েও সমাধান সূত্র মিলছিল না। শেষে তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের তৎপরতায়, সমাধান সূত্র মেলে।

 বকেয়া টাকা প্রায় ৪৪ লক্ষ্য টাকা, আগামী মার্চ মাসে পরিশোধ করবে মালিক কতৃপক্ষ।এমন প্রতিশ্রুতি মেলায়, সোমবার বাগান খোলা হয়েছে।সোমবার সাতসকালে কর্মীরা হাজির হলেও, কাজে যোগদান করেনি। মঙ্গলবার বাগানের বিভিন্ন এলাকায় কাজ করে চলেছে কর্মীরা।

বাগান বন্ধ থাকাকালীন, কর্মীরা একজোট হয়ে বাগান পরিচর্যার কাজ করেছেন।সেই টাকাও পাওনা রয়েছে বলে দাবি করেন শ্রমিকেরা। আগামী ২৪শে মার্চ বকেয়া টাকা না পেলে, বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলেও জানিয়েছে শ্রমিকেরা।