রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। যাত্রী নিরাপত্তার খাতিরে বিগত বছরগুলিতে ভারতীয় রেল নিয়েছে একাধিক বড় উদ্যোগ। তবে দূরপাল্লার ট্রেনের যাত্রীদের জন্য বেশ কিছু নিয়ম ভারতীয় রেলের রয়েছে যা অনেকের কাছেই অজানা।
অনেকেই রয়েছেন যারা জেনে বা অজান্তেই ওয়েটিং টিকিট নিয়ে উঠে পড়েন দূরপাল্লার ট্রেনে। তবে এবার থেকে ওয়েটিং টিকিট নিয়ে ট্রেন সফর করলে যাত্রীদের পড়তে হতে পারে বড় শাস্তির মুখে। ওয়েটিং টিকিট নিয়ে দূরপাল্লার ট্রেনে যাত্রা করা সম্পূর্ণ বেআইনি, ধরা পড়লে যাত্রীকে দিতে হবে মোটা অংকের জরিমানা।
ওয়েটিং লিস্টে টিকিট থাকার মানে এখনও ভারতীয় রেলের তরফ থেকে যাত্রীকে আসন বরাদ্দ করা হয়নি। তাই স্বাভাবিক নিয়মে ওয়েটিং টিকিট নিয়ে যাত্রা করার ক্ষেত্রে মান্যতা দেয়না রেলওয়ে কর্তৃপক্ষ। তাই ট্রেন সফরকালে এই ধরনের অবাঞ্ছিত ঘটনা এড়িয়ে চলতে, সর্বদা কনফার্ম টিকিট নিয়ে ট্রেন যাত্রার পরামর্শ দেয় ভারতীয় রেল।