ইসুজু মোটরস-এর ‘ইসুজু আই-কেয়ার উইন্টার ক্যাম্প’

ভারতের ৬০টি শহরে ৯ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত এক ‘উইন্টার সার্ভিস ক্যাম্প’ শুরু করতে চলেছে ইসুজু মোটরস ইন্ডিয়া। ডি-ম্যাক্স পিক-আপ এবং এসইউভি-র গ্রাহকদের জন্য প্রিভেনটিভ মেইনটেনেন্স এবং বিশেষ সুবিধা প্রদান করা হবে ‘ইসুজু আই-কেয়ার উইন্টার ক্যাম্প’-এর (ISUZU I-Care Winter Camp) মাদ্ঘ্যমে।

উইন্টার ক্যাম্প চলাকালীন গাড়ির মালিকরা বিনামূল্যে ৩৭-পয়েন্ট সম্পূর্ণ পরীক্ষার সুবিধা পাওয়ার পাশাপাশি নানারকমের ডিসকাউন্ট-এর সুবিধা পাবেন। এগুলির মধ্যে রয়েছে – (ক) লেবার চার্জে ১০% ছাড়, (খ) পার্টসের জন্য ৫% ছাড়, (গ) লুব্রিকেন্টস ও ফ্লুইডস-এর জন্য ৫% ছাড়, (ঘ) রিটেল রোড সাইড অ্যাসিস্ট্যান্স (আরএসএ) ক্রয়ের জন্য ১০% ছাড়।

‘উইন্টার সার্ভিস ক্যাম্প’-এর সুবিধা লেহ থেকে কন্যাকুমারি পর্যন্ত মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা ইত্যাদি মেট্রো শহর-সহ বহু স্থানে ইসুজুর অনুমোদিত সার্ভিস কেন্দ্রগুলিতে পাওয়া যাবে। ইসুজুর কাস্টমার সার্ভিস বাড়ানো এবং শীতকালে নিরবিচ্ছিন্ন ড্রাইভিংয়ের অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যের একটি অংশ হল এই উদ্যোগটি।