মঙ্গলবার সকাল থেকে জলপাইগুড়ির তিস্তাপারে মোট ২০টি জায়গায় শতাধিক বিস্ফোরক ফাটানো হয়েছে। এগুলি সবই হড়পা বানে সিকিম থেকে ভেসে এসেছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, কত বিস্ফোরক ভেসে এসেছে এবং কতটুকু উদ্ধার করা সম্ভব হয়েছে তার কোনও আন্দাজ সেনাবাহিনীর তরফ থেকে দেওয়া হয়নি। এবং উত্তর সুকান্তনগরের এক বাসিন্দাকে তিস্তায় ভেসে আসা দুটি রকেট লঞ্চার কিনে গুদামে রাখার অভিযোগে আটক করেছেন পুলিশ।
অন্যদিকে গজলডোবায় থিকথিকে পলির নীচে বিস্ফোরক চাপা পড়ে রয়েছে বলে সেনার তরফে মনে করা হচ্ছে। এ দিন জলপাইগুড়ির তিস্তাপারের সুকান্তনগর, সারদাপল্লি, বিবেকানন্দপল্লি, বালাপাড়ায় পড়ে থাকা বিস্ফোরক ফাটিয়েছেন সেনা।
এবং সেই বিস্ফোরণ দেখতে উপচে পড়ে বাসিন্দাদের ভিড়। সেই ভিড় নিয়ন্ত্রন করতে হিমশিম খেতে হয় পুলিশকে। বিস্ফোরণে শব্দের আতঙ্কে মাঠে গবাদি পশুদের ছোটাছুটি করতে দেখা যায় বলে জানিয়েছেন।