রবীন্দ্র চর্চায় জলপাইগুড়ি

সকাল থেকেই রবীন্দ্র চর্চায় শহরবাসী। যথাযোগ্য মর্যাদায় জলপাইগুড়িতে রবীন্দ্রজয়ন্তী পালন করা হলো। দিনভর শহরের নানান যায়গায় চলবে অনুষ্ঠান। আর এই উপলক্ষে ঐতিহ্যবাহী রাজবাড়ি এলাকা এখন সংস্কৃতি চর্চার হাব হয়ে উঠেছে। একদিকে রাজবাড়ী দিঘীর পারে থাকা মনসা মন্দির চত্বরে যেমন নাচ, গান, আবৃত্তি ইত্যাদি  অনুষ্ঠান চলছে অন্যদিকে রাজবাড়ীর নাট মন্দির চত্তরেও চলছে জমজমাট অনুষ্ঠান। আট থেকে আশি সকলেই সামিল হয়েছে কবি স্মরনে।