নোংরা ও আবর্জনার স্তুপে ছেয়ে রয়েছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর। জঞ্জালের স্তুপের জন্য এলাকার ড্রেনেজ ব্যবস্থার রীতিমতো বেহাল পরিস্থিতি। এজন্য সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়েছে হাসপাতালের গেট থেকে শুরু করে গোটা এলাকা। দুর্গন্ধময় এই নোংরা জলের জন্য হাসপাতালের সামনে থাকা দোকানগুলো খুলতে পারেননি ব্যবসায়ীরা। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল।
জলপাইগুড়ির টিবি হাসপাতাল পাড়া সংলগ্ন সঞ্জয় নগর কলোনি এলাকায় রয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল। হাসপাতালের আশেপাশে রয়েছে প্রায় ৫০টি দোকান ঘর। গত দুদিনের বৃষ্টিতে জল জমে থাকার কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় ফুটপাথ ব্যবসায়ীরা। সুপার স্পেশালিটি হাসপাতালে গেটে ঢোকার মুখেও জল জমে থাকায় রোগী এবং রোগীর আত্মীয়রা সমস্যায় পড়ছেন। দোকানের ভেতরে জল ঢুকে যাওয়ায় দোকানগুলো বন্ধ রেখেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থা ঠিক না থাকায় জল ঢুকে যাচ্ছে দোকানে।
এই বেহাল পরিস্থিতির কথা স্বীকার করে স্থানীয় পঞ্চায়েত সদস্য সন্টু দাস বলেন, জেসিবি মেশিনের মাধ্যমে ড্রেনগুলো পরিস্কার করার চেষ্টা করবেন তারা।