কড়া পুলিশী ব্যবস্থাপনায় শুরু হল হিমঘরগুলোতে আলু রাখার প্রক্রিয়া

কড়া পুলিশী ব্যবস্থাপনায় শুক্রবার থেকে জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন হিমঘরগুলোতে আলু রাখার প্রক্রিয়া শুরু হয়েছে। আগেই পেয়েছে বন্ড এবার নিশ্চিন্তে হিমঘরে আলু রাখতে এসে খুশি চাষীরা। বিগত দিনে হিমঘরে আলু রাখার বন্ড বিতরণকে ঘিরে জলপাইগুড়িতে ধুন্ধুমার কান্ড দেখা দিলেও শুক্রবার ঠিক তার উল্টো চিত্রই উঠে এলো ক্যামেরায়। এদিন জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন হিমঘরে আলু রাখতে এসেছেন চাষীরা। সকাল থেকেই সুষ্ঠভাবে আলু হিমঘরে রাখার বিষয়টি নিশ্চিত করতে ব্যাবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন, যদিও দুপুর পর্যন্ত কোনো হিমঘরেই কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আলু রাখতে আসা এক ট্রাক্টর চালক জানালেন, এবার অনেক শান্তি। গতবারও খুব ঝামেলা হয়েছিলো কিন্তু এবারে একেবারে শান্তি। ওপর এক আলু চাষীর গলাতেও একই সুর, কোনো রকমের ঝামেলা ছাড়াই এবার হিমঘরে আলু রাখতে পারছেন বলে জানালেন তিনি। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি হিমঘরে দশ থেকে কুড়ি জন বাড়তি নিরাপত্তারক্ষী ব্যবস্থা করেছে হিমঘর কর্তৃপক্ষ।