নতুনভাবে সেজে উঠছে ময়নাগুড়ির জল্পেশ মন্দির

জল্পেশ মন্দিরের সংস্কারের জন্য মুখ্যমন্ত্রী পাঁচ কোটি টাকা বরাদ্দ করেছেন। সেই টাকায় নতুনভাবে সেজে উঠছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দির। আর মন্দিরের এই উন্নয়নে খুশি মন্দির কমিটি সহ এলাকাবাসী ও পূর্ণ্যার্থীরা।

মন্দির কমিটির সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে মন্দির সংস্কারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পাঁচ কোটি টাকা বরাদ্দ করেছেন। সেই টাকায় মন্দির সংস্কারের কাজ শুরু হয়েছে।মন্দিরের প্রবেশ গেট তৈরি করা থেকে শুরু করে নতুন মূর্তি স্থাপন, পূণ্যার্থীদের মন্দির দর্শনের জন্য স্কাইওয়াক নির্মাণ এবং মন্দির পেইন্ট করা হচ্ছে। মন্দির সংস্কারের পাশাপাশি মন্দিরের নিরাপত্তার বিষয়ে বিশেষ জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। ৩২ টি সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে পুরো মন্দির চত্বর। আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার জন্যও অগ্নি নির্বাপক যন্ত্র থেকে শুরু করে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যে মন্দির সংস্কারের কাজ শেষ করার চেষ্টা চলছে।পুরো কাজ শেষ হলে নতুনভাবে সেজে উঠবে জল্পেশ মন্দির। অন্যদিকে মন্দিরের বিভিন্ন জায়গায় থাকবে ফুলের বাগান। এবার মন্দির দর্শনে পুণ্যার্থীরা আরও আকর্ষিত হবেন। পাশাপাশি নিরাপত্তা পাবেন সকলে।