আজ পবিত্র ঈদ। সর্বত্র পালন করা হচ্ছে আজকের এই দিন। মূলত ইসলাম সম্প্রদায়ের মানুষ আজকের এই দিনকে বিশেষভাবে পালন করে থাকে। শিলিগুড়িতেও সোমবার সকাল থেকে বিভিন্ন মসজিদে নামাজ পাঠের মধ্য দিয়ে পালন করা হয় ঈদ।
এদিন সকালে প্রত্যেকবারের মতো জামা মসজিদ ইন্তেজামিয়া কমিটির তরফে শিলিগুড়ির কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামে ঈদ উপলক্ষে নামাজ পাঠের আয়োজন করা হয়। যেখানে বহু ইসলাম সম্প্রদায়ের মানুষ নামাজ পাঠ করে। এছাড়াও এই দিন এই নামাজ পাঠে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ৬ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর তথা দু’নম্বর বোরো চেয়ারম্যান সহ শহরের বিশিষ্টজনেরা।
এদিন নামাজ পাঠ শেষে জামা মসজিদ ইন্তেজামিয়া কমিটির ইমাম গুলাম আরশাদ বারকাটি সকলকে খুশির ঈদের শুভেচ্ছা জানান। এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেবও সকল ইসলাম ধর্মের ভাইবোনদের ঈদের শুভেচ্ছা বার্তা দেন।