জমজ বাছুরের জন্ম হওয়ায় আনন্দের পরিবেশ গোশালায়  

শতবর্ষের‌ গোশালায় অতি বিরল ঘটনা ঘটলো। বৃহস্পতিবার ভোর রাতে জমজ বাছুরের জন্ম হয়েছে গোশালায়। এই প্রথম এক‌ই সাথে দুটি বাছুরের জন্ম দিয়েছে গোশালার একটি গরু। জমজ বাছুরের জন্ম দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই শাবক‌ দুটি সহ গরুটিকে দেখতে আসছেন‌ এলাকার মানুষ।

অতি বিরল এই ঘটনায় রীতিমতো উৎসবের আমেজ তৈরি হয়েছে গোশালায়। গোশালা‌ মন্দির কমিটির কর্মকর্তা শঙ্কর মালাকার বলেন, ১১১ বছরের‌ গোশালায় এই প্রথম এক‌ই সঙ্গে দুটি বাছুরের জন্ম‌ হলো।

বাছুর দুটিকে দেখার জন্য বৃহস্পতিবার সকাল থেকেই অসংখ্য মানুষের ভিড় দেখা যাচ্ছে। মায়ের পাশেই সবসময় নেচে বেড়াচ্ছে বাছুর দুটি। সব মিলিয়ে এক আনন্দের পরিবেশ তৈরি হয়েছে গোশালা পরিবারে।