ছট পূজায় কলস যাত্রা

বহু ছটভক্তরা এদিনের এই কলস যাত্রায় অংশগ্রহণ করেন। ছট পুজো উপলক্ষে সুসজ্জিত  মহিলাদের কলস যাত্রা। আয়োজন জলপাইগুড়ি কামারপাড়া ছট পূজা কমিটি। ছট পুজোকে কেন্দ্র করে মহিলাদের সুসজ্জিত কলস নিয়ে কলস যাত্রা অনুষ্ঠিত হয় শহরে।

মঙ্গলবার সাত সকালে জলপাইগুড়ি কামারপাড়া বর্ধন প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের  হয়ে শহর পরিক্রমা করে। যেখানে মহিলারা লাল পার শাড়ি পড়ে মাথায় কলস নিয়ে শোভাযাত্রায় অংশ গ্রহণ করতে দেখা যায়। এই সুসজ্জিত র‍্যালির সামনে ছিল একাধিক ঢাক ও ট্যাবলো।

আর যা দেখতে অসংখ্য মানুষের ভিড় ছিল রাস্তায়। প্রতিবছরই এইদিনে বিশেষ ভাবে  এই র‍্যালির আয়োজন করা হয়ে থাকে। এবছরও অসংখ্য মহিলাদের সমাগমে এই রেলির আয়োজন করা হয়। অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে ছাটব্রত ভক্তরা এই পুজোয় শামিল হন। চলবে আগামী শুক্রবার পর্যন্ত।