অঙ্ক নিয়ে ভীতির দিন শেষ, গুগল স্টোরে পেয়ে যাবেন এই অ্যাপ

অঙ্ক অনেকের কাছে খুব মজার, আবার অনেকের কাছেই এই অঙ্ক বিভীষিকার কারণ। তবে অঙ্ক যখন বোঝা যায়না তখনই কঠিন হয়ে ওঠে। একবার অঙ্ক মুখে গেলেই সেটি মজার। আজ একবার উঁচু ক্লাস হয়ে গেলে সকলে অঙ্ককেই জীবন থেকে বার করে দেয়। তবে এবার থেকে বোধ হয় অঙ্ককে আর ভয় পেতে হবে না, অঙ্ক সমাধানের জন্য আর বসে থাকতে হবে না টিচারের অপেক্ষাতেও। আজই প্লেস্টোর থেকে ডাউনলোড করে নিন এই অ্যাপ।

এই অ্যাপটির নাম হচ্ছে ফোটেম্যাথ। এই অ্যাপের মাধ্যমে যেকোনো ধরনের গণিতের সমাধান করা যায় নিমেষের মধ্যেই। বীজগণিত, ত্রিকোণমিতি, জ্যামিতি হোক বা অন্য কোন গণিতের সমস্যা। ২০১৪ সালে এই অ্যাপটি বাজারে আসে। তবে জনপ্রিয়তা বাড়ে ২০২৪ সাল থেকে। এই অ্যাপটি এখন প্লেস্টোর থেকে একেবারে বিনামূল্যে পেয়ে যাবেন।