ট্রেন যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে আয়োজিত হল “জন-জাগরণ” অভিযান নিয়ে সাংবাদিক সন্মেলন

ট্রেন যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে “জন-জাগরণ” অভিযান করা হবে, আজ এক সাংবাদিক সন্মেলন করে জানান, নিউ জলপাইগুড়ি আরপিএফ এর আইসি এ.কে. খান। নিউ জলপাইগুড়ি আরপিএফ এর আই সি এ.কে. খান গত ১২ই জুন নুতন ভাবে নিউ জলপাইগুড়ি স্টেশনের দায়িত্বভাড় গ্রহণ করেন। আজ এনজেপি আরপিএফ কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিচিতির পাশাপাশি একাধিক প্রসঙ্গ তুলে ধরেন। ট্রেনে সফর করবার সময় অনেক সময় যাত্রীরা নানান সমস‍্যার সন্মুখীন হয়ে থাকে। সেই সমস‍্যা থেকে “জন-জগরণ” অভিযান এর মধ‍্য দিয়ে সমস‍্যা সমাধান করা হবে। এর পাশাপাশি এনজেপি স্টেশনের বাইরে পার্কিং সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

আই সি এ.কে. খান যাত্রীদের উদ্দেশ্যে জানান, “ট্রেনে সফর করবার সময় কারো কাছ থেকে কিছু খাবেন না, অচেনা কোনও ব‍্যক্তির থেকে কোনো বস্তু নেবেন না। এছাড়াও ট্রেনে কোনো নেশা করা যাবেনা, কোন যাত্রী যদি নেশা করতে গিয়ে ধরা পরে তাহলে বড়ো অংকের জরিমানা করা হবে।”