রামপুর স্টেশনে ঢোকার আগে হাই ভোল্টেজের ইলেকট্রিকের তার ছিড়ে বিপত্তি ঘটে কলকাতা তেভাগা এক্সপ্রেসে

অল্পের হাত থেকে বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেস। সোমবার সকালে বালুরঘাট থেকে কলকাতায় উদ্দেশ্যে রওনা দিতেই দুর্ঘটনার কবলে তেভাগা এক্সপ্রেস। ঘটনাটি ঘটে রামপুর স্টেশনে ঢোকার আগে হাই ভোল্টেজের ইলেকট্রিকের তার ছিড়ে বিপত্তি ঘটে। সঙ্গে সঙ্গে চালক ট্রেনটির দাঁড় করিয়ে দেয়। তবে ট্রেনের যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। এদিন ভোরবেলা বালুরঘাট স্টেশন থেকে টিভাগা এক্সপ্রেস ট্রেনটি মল্লিকপুর স্টেশন পার করে ঠিক রামপুর ঢোকার আগে মেইন লাইনের ইলেকট্রিকের তার ছিড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল কর্মীরা তারা তারটিকে মেরামত শুরু করে দেন। নির্দিষ্ট সময়ের প্রায় সাড়ে তিন ঘন্টা পর অন্য ইঞ্জিন নিয়ে আসে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। দেরি হওয়ার ফলে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। যদিও কি কারনে তার ছিড়ে গেল তা ক্ষতি দেখছে রেলের আধিকারিকেরা।