লেনোভো পূর্ব ভারতে আটটি নতুন স্টোর খুলেছে

আটটি নতুন ও আধুনিকীকৃত স্টোর চালু করার মধ্য দিয়ে গ্লোবাল টেকনোলজি কোম্পানি লেনোভো পূর্ব ভারতে তাদের রিটেল সেলস নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে। এর ফলে এই অঞ্চলে লেনোভোর স্টোরের সংখ্যা বেড়ে ৫০টিরও বেশি হয়ে গেলো।

লেনোভোর নতুন স্টোরগুলি রায়পুর, কোরবা, বিলাসপুর, গুয়াহাটি, কলকাতা, ছাপড়া ও রাঁচি-তে অবস্থিত। এই স্টোরগুলিতে এলওকিউ (LOQ), লিজিয়ন (Legion), আইডিয়াপ্যাড (IdeaPad), ইয়োগা (Yoga), থিংকপ্যাড (ThinkPad) ও থিংকবুক-এর (ThinkBook) মতো নতুন এআই-চালিত ল্যাপটপ, ডেস্কটপ ও আনুষঙ্গিক পণ্যসামগ্রী পাবেন গ্রাহকরা।

লেনোভোর নর্থ অ্যান্ড ইস্ট ইন্ডিয়া কনজিউমার বিজনেস হেড রাঘবেন্দ্র আরাভীটি জানান, তাদের নতুন স্টোরগুলি প্রযুক্তিপ্রেমীদের জন্য উদ্ভাবনের কেন্দ্র হিসেবে কাজ করবে, যেখানে তারা পণ্য সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করতে পারবেন। প্রসঙ্গত, লেনোভো এখন ৪ ঘণ্টার মধ্যে এক্সপ্রেস ডেলিভারির সুবিধাও প্রদান করছে, যার ফলে গ্রাহকদের দ্রুত পরিষেবা প্রদান নিশ্চিত হয়েছে।