আজ হনুমান জয়ন্তী। সারা দেশ জুড়ে পালন করা হচ্ছে আজকের এইদিন। ঠিক তেমনি শহর শিলিগুড়িতেও সমস্ত হনুমান মন্দিরে সকাল থেকেই ছিল ভক্তদের উপচে পড়া ভিড়।
এদিন সকালে শিলিগুড়ির হিল কাট রোডে অবস্থিত মাল্লাগুড়ি হনুমান মন্দিরে পুজো দিতে ভিড় জমান প্রচুর মানুষ। সকাল থেকেই মন্দিরে চলে পূজো অর্চনা। পাশাপাশি মন্দিরে পুজো দিতে পৌঁছান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। হনুমান মন্দিরে পুজো দিয়ে ও মন্দির প্রাঙ্গনে যোগ্য সম্পন্ন করে সকলের জন্য মঙ্গল কামনা করেন মেয়র গৌতম দেব।
তিনি বলেন, প্রত্যেক বছর হনুমান জয়ন্তীর সকালে মাল্লাগুড়ির এই হনুমান মন্দিরে পুজো দিতে আসেন তিনি। ঠিক তেমনি এ বছরও পূজো দিতে এসেছেন এবং সকল শহরবাসীর জন্য মঙ্গলকামনা করলেন।