শুক্রবার ভোর রাত ৩টে নাগাদ রেশন দুর্নীতিকাণ্ডে রাজ্যের বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করল ইডি। গোয়েন্দারা গ্রেফতার করে CGO কমপ্লেক্সে নিয়ে যান তাঁকে। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের বিধাননগরের বাড়িসহ মোট ৮ জায়গায় তল্লাশি শুরু করেন ইডির গোয়েন্দারা প্রায়২১ ঘণ্টা তল্লাশির পর তাঁকে গ্রেফতার করা হয়।
কলকাতার আর্মহাস্ট স্ট্রিটে তাঁর পৈত্রিক বাড়ি, তাঁর আপ্ত সহায়কের বাড়িসহ বেশ কয়েকজন ব্যবসায়ীর ঠিকানা সেখানে। শুক্রবার ইডির তরফ থেকে জানানো হয়েছে যে, রেশন দুর্নীতিকাণ্ডে আগেই গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। আর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি চালানো হয় বলে জানিয়েছেন ইডি।
এছাড়াও বাকিবুরের বিরুদ্ধে অভিযোগ রয়েছেন তিনি রেশনের গম খোলা বাজারে বিক্রি করতেন। তবে এই দুর্নীতি কাণ্ডে রাজ্যের একাংশও রেশন ডিলার যুক্ত বলে অনুমান ইডির তদন্তকারীদের।