বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। প্রতিবছরই দুর্গাপুজোয় মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জায় সেজে ওঠে চারদিক। আর মাত্র ১১ দিন।
এই আবহে দুর্গাপুজোর মুখে কলকাতা পুলিশ কমিশনারের নির্দেশিকা ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। নয়া পুলিশ কমিশনার মনোজ ভার্মা নির্দেশিকায় জানায়, আগামী ২ মাস কলকাতা শহরের একাংশে বড় জমায়েত করা যাবে না। ১৬৩ ধারা মেনে এই নিষেধাজ্ঞা জারি করছে পুলিশ।
পুলিশের দাবি আগামী কয়েক সপ্তাহের মধ্যে কলকাতার একাধিক জায়গায় হিংসাত্মক ঘটনা ঘটতে পারে। তাই সতর্ক থাকতেই এই নির্দেশ। পুলিশের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। এদিন সেই বিষয়ে শুনানি হল হাইকোর্টে। আজ মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা।