একাধিক সতর্কতা জারি রাজ্যে সতর্কতা রাজ্যে

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় আজ মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ। আগেই নবান্ন অভিযানের কর্মসূচি বাতিলের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেও তা খারিজ হয়েছে।

তবে ছাত্র সমাজের কর্মসূচীর কারণে যাতে শহরে কোনোভাবে অচলাবস্থার সৃষ্টি না হয় তা দেখতে এবার একাধিক বাধানিষেধ জারি করল কলকাতা ট্র্যাফিক পুলিশ। আবার ওই একই দিনে পড়েছে ইউজিসির নেট পরীক্ষা। তাই পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে যাতে কোনোরকম অসুবিধা না হয় সেই কারণে ওই দিন রাস্তায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।

ছাত্র সমাজের ডাকে আসন্ন নবান্ন অভিযান বিরাট আকার নিতে চলেছে বলে মনে করা হচ্ছে। এই আবহে চাপ বাড়ছে রাজ্যের। তাই বাড়তি সতর্কতায় রাজ্য। প্রচুর পরিমাণে পুলিশের পাশাপাশি আইজি, ডিআইজির মতো পুলিশের শীর্ষ পদাধিকারীরাও গোটা ঘটনার নজরদারিতে থাকবেন বলে জানা গিয়েছে।